ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুশ সালাদ নিয়ে কাড়াকাড়ি

প্রকাশিত: ২৩:১০, ২৯ জুন ২০২২

রুশ সালাদ নিয়ে কাড়াকাড়ি

রাশিয়ান সালাদ

স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটো শীর্ষ সম্মেলন চলছেতবে শহরটির একটি প্রখ্যাত ক্যাফের খাদ্য তালিকায় রাশিয়ান সালাদথাকা নিয়ে হাস্যরস তৈরি হয়েছেমাদ্রিদের উপকণ্ঠে মঙ্গলবার থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এ শীর্ষ সম্মেলন শুরুহয়চলবে তিন দিনইউক্রেনে রুশ হামলার প্রেক্ষাপটে এ সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারেসম্মেলনের ভেন্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্য নেতাদের আগমনের অপেক্ষায় ছিলেন সকলেএ পর্যায়ে তারা সম্মেলন ভেন্যুর ক্যাফের মেনুতে রাশিয়ান সালাদদেখতে পান

স্প্যানিশ ক্যাফেটির মেনুতে রাশিয়ান সালাদথাকার বিষয়টি উপস্থিত সবাইকে বিস্মিত করেএ নিয়ে হাস্যরসও তৈরি হয়এক সাংবাদিক বলেন, ‘ন্যাটো সম্মেলনে রাশিয়ান সালাদ? মেনুতে এই খাবার দেখে আমি একটু অবাকই হয়েছিক্যাফের মেনু তৈরি করেছেন বিখ্যাত স্প্যানিশ শেফ হোসে আন্দ্রেসক্যাফের মেনুতে থাকা রাশিয়ান সালাদমাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়এরপর ন্যাটোর বহু নেতা এ সালাদ খাওয়ার ইচ্ছা পোষণ করতে থাকেনইউক্রেনে হামলার জেরে চলমান ন্যাটো সম্মেলনে রাশিয়াকে এই সামরিক জোটের নতুন কৌশলগত ধারণায় নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করা হতে পারে২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়াএই হামলা নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা চলছে-স্পুটনিক ভি অবলম্বনে

×