ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ডোপ টেস্টে আরও ১৪ পুলিশ শনাক্ত

প্রকাশিত: ২২:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২০

ডোপ টেস্টে আরও ১৪ পুলিশ শনাক্ত

গাফফার খান চৌধুরী ॥ মাদকাসক্ত হিসেবে আরও চৌদ্দজন পুলিশ সদস্য শনাক্ত হয়েছে। এই নিয়ে চল্লিশ জন পুলিশ সদস্য মাদকাসক্ত হিসেবে চিহ্নিত হলো। আগে শনাক্ত হওয়া ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরে শনাক্ত হওয়া চৌদ্দজনের বিরুদ্ধেও মামলা দায়ের হচ্ছে। পর্যায়ক্রমে মাদকাসক্ত হিসেবে শনাক্ত হওয়া সব পুলিশ সদস্যকেই চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছে। শুধু পুলিশ নয়, সব বাহিনীতেই পর্যায়ক্রমে আরও জোরালোভাবে ডোপ টেস্ট চালু হচ্ছে। এর বাইরে সরকারী চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রক্রিয়া চলছে।
×