ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০০:৫৩, ২৬ জুন ২০২০

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিমানবন্দর কুড়িল বিশ্বরোড এলাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে খিলক্ষেতের বিশ্বরোড এলাকার রেললাইন পার হচ্ছিলেন আল আমিন (১৯)। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি উত্তরা এলাকায় দিনমজুরের কাজ করতেন।
×