ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মিরপুর থেকে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৯, ২৩ নভেম্বর ২০১৯

মিরপুর থেকে  দুই  ঝুলন্ত  মরদেহ  উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরের পল্লবী থেকে বিলকিস আক্তার (২৬) এবং দারুসসালাম থেকে রাজু (৩০) নামে দুইজনের ঝুলন্ত মরদেহ শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। রাতে আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। পল্লবী থানার পুলিশ জানায়, বিলকিস খালাত বোনের সঙ্গে সেকশন ১২ ব্লক এলাকার একটি টিনশেড বাড়িতে থাকতেন। তিনি স্থানীয় একটি গার্মেন্টসের পোশাক শ্রমিক। তার বাড়ি লক্ষ্মীপুর রায়পুর উপজেলা এলাকায়। দারুসসালাম থানার পুলিশ জানায়, দারুসসালাম টাওয়ারের পেছনে ১৯ নম্বর বাড়ির ৪ তলার ছাদের ওপরে একটি রুমের দরজা ভেঙ্গে রাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধা করা হয়। পবা উপজেলার এনামুল হকের সন্তান রাজু। তিনি বনানীর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। তিনি একাধিক বিয়ে করেছিলেন।
×