স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ী নদীতে ডুবে আঁখি মনি (৪) ও আমপি খাতুন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়ায় ছোট যমুনা নদীর শাখা ‘মরা’ নদীতে এ ঘটনা ঘটে। শিশু আঁখি মনি রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের হামিদুর রহমানের মেয়ে ও আমপি খাতুন একই গ্রামের আইয়ুব আলীর মেয়ে। শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব জানান, প্রতিবেশী দুই শিশু খেলাধুলার এক ফাঁকে বাড়ির পাশে ওই নদীতে গোসল করতে নামে। তারা আর নদী থেকে উঠতে পারেনি। সকাল সাড়ে ১০টায় প্রতিবেশীরা তাদের নদীতে ভাসতে দেখে। উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক মেডিক্যাল অফিসার সঞ্জয় কুমার গুপ্ত শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশিত: ০৯:২৯, ২২ জুন ২০১৯
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: