ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

মিয়ানমার সেনাপ্রধানের মন্তব্যে ‘বিস্মিত’ জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ০৭:৪১, ২৮ মার্চ ২০১৮

মিয়ানমার সেনাপ্রধানের মন্তব্যে ‘বিস্মিত’ জাতিসংঘ মহাসচিব

বিডিনিউজ ॥ রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের সেনাপ্রধানের মন্তব্যে ‘বিস্ময়’ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত সপ্তাহে উত্তরের কাচিন রাজ্যে এক সেনা সমাবেশের ভাষণে উর্ধতন জেনারেল মিন অং হ্লাইং অতীতের মতো আবারো রোহিঙ্গাদের জাতিগত পরিচয় অস্বীকার করে তাদের বাঙালী আখ্যা দেন। রোহিঙ্গাদের মিয়ানমারের অধিবাসী হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, ‘মিয়ানমারের মানুষদের জাতিগত বৈশিষ্ট্য এবং সংস্কৃতির সঙ্গে রোহিঙ্গাদের কোন মিল নেই।’ এই ‘বাঙালীরা’ নাগরিকত্ব দাবি করার কারণেই রাখাইনে উত্তেজনা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারের জনগণ রোহিঙ্গা মুসলিমদের প্রতিবেশী বাংলাদেশ থেকে সেখানে যাওয়া অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করে। যে কারণে তারা তাদের রোহিঙ্গা নয় বরং ‘বাঙালী’ বলে থাকে। মিয়ানমার সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার এক বিবৃতিতে গুতেরেস জানান, সেনাপ্রধানের এ বক্তব্যে তিনি মর্মাহত। মিন অংয়ের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে রাখাইনে সংঘাতের মূল কারণ খুঁজে বের করে তা সমাধানের চেষ্টা নেয়া এবং রোহিঙ্গাদের প্রতি ঘৃণার দৃষ্টিভঙ্গি পরিহার করতে মিয়ানমারের নেতাদের সমন্বিত পদক্ষেপ নেয়ার তাগিদ দেন গুতেরেস। তিনি বলেন, ‘অসহায় ওই সব মানুষের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া ও সাহায্য করা মিয়ানমার সরকারের দায়িত্ব।’ গত ২৫ আগস্ট রাখাইনে সেনা ও পুলিশ ফাঁড়িতে বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর সেখানে সেনা অভিযান শুরু হয়। ওই অভিযানে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেনা অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের প্রত্যাবাসনে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে চুক্তি হলেও নানা জটিলতায় ওই প্রক্রিয়া এখনও শুরু করা সম্ভব হয়নি।

শীর্ষ সংবাদ:

জেসমিনের মৃত্যু, মেজরসহ র‍্যাবের ১১ সদস্য ক্লোজড
গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
বৈধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
ঈদে ফেরিতে ছয় দিন ট্রাক পারাপার বন্ধ
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
রমজান ও ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশ আইজিপির
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
৫ এপ্রিল থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা