ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:২৬, ২৮ জানুয়ারি ২০১৮

শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজারে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হবিগঞ্জে তিন নারী, সাতক্ষীরায় বৃদ্ধ, ফটিকছড়িতে কিশোর ও বরিশালে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের কক্সবাজার উখিয়ার মরিচ্যা বাজারে দুর্বৃত্তের হামলায় সিএনজি সমিতির নেতা শাহ আলমকে পিটিয়ে হত্যা করেছে। শুক্রবার রাতে চিহ্নিত কিছু দুবৃত্ত মরিচ্যা পান বাজারে তার ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর জখম শাহ আলমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহ আলম রামু খুনিয়া পালং দারিয়ারদীঘির মৃত ঠা-া মিয়ার পুত্র। এ ঘটনায় বিক্ষুব্ধ সিএনজি সমিতির নেতা ও শ্রমিকরা শনিবার বিকেলে মরিচ্যা বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। এতে কক্সবাজার-টেকনাফ সড়কে প্রায় ঘণ্টাখানেক গাড়ি চলাচল বন্ধ থাকে। হবিগঞ্জ বানিয়াচঙ্গের পল্লী আমিরখানী এলাকা থেকে জনৈক কবির মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৩৮) এবং জাতুকর্ণপাড়া তেলকুমার হাটিরবাড়ী থেকে মৃত খেদমত অলীর মেয়ে হোসনে আরা বিবি (৪০) নামে দুই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ দুটি মৃতদেহ শনিবার দুপুরে নিজ নিজ এলাকা থেকে উদ্ধার করা হলেও আগের দিন ওরসে গিয়ে আর বাড়ি ফিরতে পারেনি অপর এক নারী। শুক্রবার রাতে জেলার মাধবপুর উপজেলাধীন খড়কি গ্রামের নিকটবর্তী যগদান নদী থেকে সাহেদা বেগম নামে এই নারীর মৃতদেহ ভাসমান অবস্থায় পুলিশ উদ্ধার করে। এদিকে ঝুলন্ত বা নদী থেকে ভাসমান অবস্থায় একের পর এক মৃতদেহ উদ্ধারের পর সর্বত্র ছড়িয়ে পড়ছে আতঙ্ক। সাতক্ষীরা আটদিন নিখোঁজ থাকার পর ভোমরা সীমান্তের জিরো পয়েন্ট থেকে কালামুল্লাহ বাবলু (৬০) নামে এক বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল তিনটার দিকে ভোমরা একটি সেতুর নিচ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কালামুল্লাহ বাবলু শহরের মুনজিতপুর এলাকার মৃত রেজাউল করিমের ছেলে। ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউর রহমান জানান, পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে শনিবার বিকেল তিনটার দিকে সীমান্তের মেইন পিলার ৩ এর সাব পিলার ২ এর ব্রিজের নিচে সন্ধান চালানো হয়। সেখানে খালের পানির মধ্যে কেটস, জিনস এর প্যান্ট, কালো গেঞ্জি ও মাথায় উলেন টুপি পরিহিত এক পুরুষকে কাদাপানির মধ্যে ডুবে থাকতে দেখা যায়। পানি সেচ দিয়ে তার লাশ উদ্ধার করা হয়। ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগান বাজার ইউনিয়নের মতিননগর টিলাপাড়া এলাকায় শনিবার দুপুরে নাজমুল (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ এলাকার জনৈক আহসান উল্লাহর পুত্র। পুলিশ জানায়, শুক্রবার রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে হত্যা করে রেখে যায়। বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সংলগ্ন এলাকার রায়েরকাঠী গলির নিজ বাসা থেকে দুই সন্তানের জনক সুমন বিশ্বাসের (৩৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে শনিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, ওই এলাকার রামকৃষ্ণ বিশ্বাসের পুত্র ও কাঠপট্টি এলাকার একটি জুয়েলারি দোকানের কর্মচারী সুমন গত দুইদিন থেকে কর্মস্থলে না যাওয়ায় শুক্রবার বিকেলে শিপন নামের আরেক কর্মচারী তাকে (সুমন) বাসায় খুঁজতে আসে। এসময় ঘরের মধ্যে সুমনকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। সুমনের স্ত্রী সীমা বিশ্বাস ভোলায় একটি এনজিওতে কর্মরত রয়েছেন।
×