ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

ক্যান্সারে আক্রান্ত আলতাফুনকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:১৭, ২৫ নভেম্বর ২০১৫

ক্যান্সারে আক্রান্ত আলতাফুনকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত আলতাফুন নেছার (৫২) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। লালমনিরহাট শহরের জেল রোডে তাঁর বাসা। তিনি একজন সরকারী চাকরিজীবী ছিলেন। পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিবার কল্যাণ সহকারী পদে কাজ করতেন। চার মাস আগে তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। অসহায় হয়ে পড়ে তাঁর পরিবার। গত চার মাস ধরে তাঁর থেরাপিসহ বিভিন্ন চিকিৎসা চলছে। ব্যয়বহুল হওয়ায় আলতাফুনের পরিবারের পক্ষে চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। তাঁর পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। চিকিৎসার পেছনে সহায় সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় আলতাফুনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি সহযোগিতা করুন আলতাফুনের এই মোবাইল নম্বরে-০১৮১১৮৭৮৭৬৭। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-আলতাফুন নেছা, পূবালী ব্যাংক লিঃ, লালমনিরহাট শাখা, হিসাব নং-১৪৮৩ ১০১ ১০১ ৩০১। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×