ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

মহাসড়ক দখল করে ট্রাফিক বক্স নির্মাণের চেষ্টা, জনতার বাধায় কাজ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ২০:২৭, ২২ জুলাই ২০২৫

মহাসড়ক দখল করে ট্রাফিক বক্স নির্মাণের চেষ্টা, জনতার বাধায় কাজ বন্ধ

ছবি: জনকণ্ঠ

রাজধানীর ডেমরায় ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের চেষ্টা জনগণের বাধার মুখে বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের স্টাফ কোয়ার্টার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ট্রাফিক ডেমরা জোনের ইনস্পেক্টর (টিআই) মো. সুলতানের নেতৃত্বে নতুন একটি পাকা ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের কাজ চলছিল। এ সময় স্থানীয় জনসাধারণ ও যানবাহনের চালকরা নির্মাণকাজে বাধা দেন। এক পর্যায়ে তুমুল বাকবিতণ্ডার সৃষ্টি হলে টিআই সুলতান নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ইতিপূর্বে তমা গ্রুপ কর্তৃক নির্মাণাধীন সড়ক উন্নয়ন কাজের সময় ঐতিহাসিক শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়। সেখানেই একটি ট্রাফিক বক্স নির্মাণ করা হয়েছে। এছাড়া সুলতানা কামাল সেতুর পাশেও একটি বড় পাকা ট্রাফিক অফিস রয়েছে। এমন অবস্থায় মাত্র ৩০০ গজ দূরত্বের মধ্যে আবারও একটি বক্স নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তারা আরও বলেন, যেখানে বক্সটি নির্মাণের চেষ্টা করা হচ্ছিল, সেখানে রয়েছে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন। সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। একইসঙ্গে মহাসড়কের বড় একটি অংশ দখল হয়ে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটতো।

বিষয়টি নিয়ে জানতে চাইলে টিআই মো. সুলতান বলেন, বাকি ট্রাফিক বক্সগুলো মূল কাজের স্থান থেকে একটু দূরে। এজন্য বসার জায়গা এবং ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র রাখার সুবিধার্থে এখানে একটি নতুন বক্স নির্মাণ করছিলাম।
 

শিহাব

×