ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন 

প্রকাশিত: ১১:৩৩, ৭ ডিসেম্বর ২০২৩

মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন 

আগুন দেওয়া হয় বাসটিতে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। আর এদিন সকালে রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল বক চত্বরে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।’

এম হাসান

×