ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

তরমুজে রং-চকচকে ফাঁদ! দেখে নিন আসল-নকল চেনার উপায়

প্রকাশিত: ১৮:০৮, ৩০ এপ্রিল ২০২৫

তরমুজে রং-চকচকে ফাঁদ! দেখে নিন আসল-নকল চেনার উপায়

ছবি: সংগৃহীত

গরমে এক টুকরো রসালো তরমুজই যেন সেরা শান্তি। তবে এই মৌসুমে বাজারে বেড়ে চলেছে ভেজাল তরমুজের প্রবণতা। রঙে টকটকে লাল দেখাতে কিংবা তাজা দেখানোর জন্য বহু বিক্রেতা তরমুজে ব্যবহার করছেন কৃত্রিম রং ও ক্ষতিকর রাসায়নিক। যা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক হুমকি হতে পারে। তবে চিন্তার কিছু নেই। ঘরোয়া কয়েকটি সহজ উপায়েই যাচাই করা সম্ভব তরমুজটি আসল না ভেজাল।

তরমুজে ভেজাল শনাক্তের ৫টি ঘরোয়া পদ্ধতি:

১. রং দেখে বুঝে নিন
তরমুজের প্রকৃত ভেতরের রং হওয়া উচিত প্রাকৃতিক, হালকা লাল বা গোলাপি। যদি রংটি খুব উজ্জ্বল বা চোখ ধাঁধানো লাগে, তাহলে সাবধান। এটি ‘ম্যালাকাইট গ্রিন’ বা ‘ইরিথ্রোসিন’ জাতীয় কেমিক্যালের ব্যবহার হতে পারে। প্রকৃত তরমুজে রঙে কিছুটা অসমতা স্বাভাবিক।

২. পানির পরীক্ষায় সহজ ধরা পড়ে রং
এক চামচ তরমুজের পাল্প এক গ্লাস পানিতে মিশিয়ে দেখুন। যদি পানি সঙ্গে সঙ্গে লালচে হয়ে যায়, তবে বুঝতে হবে এতে কৃত্রিম রং মেশানো হয়েছে। আসল তরমুজ কখনোই পানিতে রং ছাড়ে না।

৩. তুলা দিয়ে ঘষুন, মিলবে প্রমাণ
একটি টুকরো তরমুজ কেটে একটি ভেজা তুলা দিয়ে তার উপর আলতো ঘষুন। তুলায় যদি লালচে দাগ উঠে আসে, তাহলে এটি ভেজাল তরমুজ। প্রকৃত তরমুজের রস থাকে স্বচ্ছ এবং রংহীন।

৪. বীজ দেখুন ভালো করে
তরমুজের বীজ সাধারণত কালো বা বাদামি রঙের হয়। যদি তাতে গোলাপি বা লালচে আভা থাকে, তা হলে বুঝবেন ভেতরের রঙের সঙ্গে বীজও প্রভাবিত হয়েছে—এটি স্পষ্ট ভেজালের ইঙ্গিত।

৫. স্বাদ ও গঠনে স্পষ্ট ইঙ্গিত
প্রকৃত তরমুজ খেতে মিষ্টি ও রসালো হয়, তার গঠন সামান্য দানাদার। যদি তাতে ধাতব বা তিক্ত স্বাদ থাকে, কিংবা গঠন খুব শক্ত বা অত্যধিক নরম হয়, তবে সতর্ক হওয়া জরুরি।

তাই এই গরমে সতর্ক থাকুন, বাজার থেকে তরমুজ কেনার সময় চোখ-কান খোলা রাখুন এবং পরিচিত উৎস থেকে তরমুজ কেনার চেষ্টা করুন। স্বাস্থ্যকর গ্রীষ্ম উপভোগ করুন নিরাপদ ফল দিয়ে! 

সূত্র: https://shorturl.at/qVp2

মিরাজ খান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার