ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মারামারি করে আটক হলে, জামিন হতে কতদিন লাগে

প্রকাশিত: ০১:৪৩, ২৬ এপ্রিল ২০২৫

মারামারি করে আটক হলে, জামিন হতে কতদিন লাগে

সাম্প্রতিক সময়ে পারিবারিক বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব কিংবা প্রতিবেশীর সঙ্গে সীমানা নিয়ে ঠেলাঠেলির জেরে হালকা ধরণের মারামারির ঘটনা বেড়েছে। চাচাতো ভাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কি, লাঠির একটুখানি বাড়ি কিংবা হালকা কিল-ঘুষির মতো ঘটনা থেকে শুরু করে এসব ঘটনায় অনেক সময়ই পুলিশ মামলা নিয়ে আসামিকে গ্রেফতার করে। অনেকেই এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন এবং জানেন না কীভাবে দ্রুত জামিন নেওয়া যায়।

৩২৩ ধারা: জামিনযোগ্য অপরাধ বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩ ধারা অনুসারে, সাধারণ শারীরিক আঘাতের অভিযোগ জামিনযোগ্য অপরাধের অন্তর্ভুক্ত। অর্থাৎ, এই ধারায় মামলা হলে আইনি প্রক্রিয়া মেনে আপনি সহজেই জামিন পেতে পারেন। বিজ্ঞ আইনজীবীরা জানান, পুলিশ গ্রেফতার করার পর যদি আদালতে সঠিকভাবে উপস্থিত হয়ে জামিনের আবেদন করা হয়, তাহলে আদালত সঙ্গে সঙ্গেই জামিন মঞ্জুর করেন।

আইনজীবীর পরামর্শ নিন, পালিয়ে থাকবেন না আইন বিশেষজ্ঞদের মতে, গ্রেফতারের আশঙ্কায় পালিয়ে থাকা কোনোভাবেই সমাধান নয়। বরং এতে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পালিয়ে থাকলে আদালত সমন জারি করতে পারে, এবং আপনি আদালতে অনুপস্থিত থাকলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। এমনকি, মামলার একতরফা শুনানিতে আপনার অনুপস্থিতিতে রায় হয়ে যেতে পারে।

জামিন নিতে কী করবেন?

১. প্রথমে মামলা হলে, পুলিশের নিকট থেকে মামলার কপি সংগ্রহ করুন।
২. একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন ও মামলার বিস্তারিত ঘটনা খুলে বলুন।
৩. আইনজীবী আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আদালতে সঠিকভাবে উপস্থাপন করবেন।
৪. আপনি আদালতে উপস্থিত থাকলে, বিচারক আপনাকে জামিন দিয়ে দেবেন।

জামিন পাওয়া আপনার অধিকার ৩২৩ ধারা জামিনযোগ্য হওয়ায়, আদালত বাধ্য হন জামিন দিতে যদি অন্য কোনো গুরুতর ধারা না যুক্ত থাকে। তবে শর্ত একটাই — আপনাকে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

ছোটখাটো মারামারি কিংবা পারিবারিক দ্বন্দ্বের ঘটনায় আতঙ্কিত হয়ে পালিয়ে না থেকে আইনের শরণ নিন। একজন দক্ষ আইনজীবীর সহায়তায় আপনি সহজেই জামিন পেতে পারেন এবং অনাকাঙ্ক্ষিত জেলজীবনের ঝুঁকি এড়াতে পারেন।

সূত্র ঃhttps://www.facebook.com/share/v/1EvPCnCAAA/

রাজু

×