ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আপনার ঠোঁটও হতে পারে প্রিয়াঙ্কার মতো!

প্রকাশিত: ১৭:১৬, ১৬ অক্টোবর ২০২৩; আপডেট: ১৭:১৭, ১৬ অক্টোবর ২০২৩

আপনার ঠোঁটও হতে পারে প্রিয়াঙ্কার মতো!

অভিনেত্রী প্রিয়াঙ্কার ঠোঁট।

ত্বক বা চুলের যত্ন তো নিচ্ছেন। কিন্তু তাই বলে ঠোঁটের কথা ভুলে যাবেন? তারকাদের মতো সুন্দর আকর্ষণীয় গোলাপি ঠোঁট পেতে কী করবেন জেনে নিন।

বাড়িতে তৈরি এই মিশ্রণগুলো লাগালেই কিন্তু পেয়ে যেতে পারেন মনের মতো বলি তারকার মতো ঠোঁট। হাতের আঙুলে বেশ খানিকটা নারকেল তেল লাগিয়ে নিন। এবার সেই তেল আলতো করে আপনার ঠোঁটে লাগিয়ে নিন।৩০ মিনিট সময় দিন তেলটি শুকনোর জন্য। এবার একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিন। একটি পাত্রে এক টেবিল চামচ লেবুর রস এবং এক ফোঁটা মধু মিশিয়ে নিন। সেই মিশ্রণটিকে লাগিয়ে নিন আপনার ঠোঁটে। ১৫ মিনিট পর মিশ্রণটি পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা যেমন ত্বকের জন্য ভালো, তেমনই আপানার ঠোঁটের জন্যও। অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে সেটি আপানার ঠোঁটে মেখে নিন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ এই পদ্ধতি মেনে দেখুন, উপকার পাবেন।একটি পাত্রে ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ ফোঁটা মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার সেই মিশ্রণটি তুলার সাহায্যে ঠোঁটে লাগিয়ে নিন। পাঁচ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চারটি শশার টুকরো নিয়ে ভালো করে পিষে নিন। এরপর তার থেকে শশার পানি বের করে নিয়ে সেই পানি ঠোঁটে মাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন, এই মিশ্রণ আপনার ঠোঁটকে রাখবে কোমল।

একটি পাত্রে ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণটি আপানার ঠোঁটে লাগিয়ে নিন। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ভালো করে ঠোঁটটি ধুয়ে নিন। এই পদ্ধতি একদিন অন্তর করতে পারেন টানা দু’সপ্তাহ। 

একটি পাত্রে চারটি স্ট্রবেরি এবং দুই টেবিল চামচ বেকিং সোডা নিয়ে ভালো করে মিশিয়ে নিন। রাতে শুতে যাবার আগে এই মিশ্রণ আলতো হাতে মাখিয়ে নিন আপনার ঠোঁট জোড়ায়। সারা রাত ছেড়ে দিন। সকাল উঠে ভালোভাবে ধুয়ে নিন আপনার ঠোঁট। আপনিও কিন্তু পেয়ে যেতে গোলাপি নরম ঠোঁট।

আপনার ঠোঁট কি খুব তাড়াতাড়ি ফেটে যায়? তাহলে এই উপায়ে পেতে পারেন মুক্তি। একটি পাত্রে এক টেবিল চামচ ডালিম ফলের পাউডার এবং এক টেবিল চামচ জল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি লাগিয়ে নিন আপানার ঠোঁটে। ১৫ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এক মাস এই পদ্ধতি মানলেই চোখে পড়বে তফাৎ।

এম হাসান

×