ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রাহায়ণ ১৪৩০

লা রিভের ফল’ ২৩ কালেকশন

প্রকাশিত: ২১:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৩

লা রিভের ফল’ ২৩ কালেকশন

.

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছে নতুনফল২৩ কালেকশন আন্তর্জাতিক ফ্যাশন মহল থেকে বাছাই করা প্রিন্ট ট্রেন্ডের সঙ্গে দেশী ডিজাইনের সুষম মিশ্রণে এই কালেকশনে ফুটে উঠেছে কাব্যিক নান্দনিকতা। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘প্রতিটি মৌসুমে লা রিভ নতুন নতুন থিমে কাজ করে। ফল২৩ কালেকশনের কোর থিমের নামপোয়েট বিশ্বজুড়ে মানুষ সফট লিভিংকে প্রাধান্য দিচ্ছে এখন। আমরা জীবনের কোমল ভাবনার গুরুত্ব বুঝতে পারছি, নিজের সঙ্গে সময় কাটানো, নীরবতা এমন কি মেন্টাল হেলথকে প্রাধান্য দিচ্ছি। বিশ্বজুড়ে মানুষের চিন্তা-ভাবনার এই যে পরিবর্তন, তা রঙ, প্রিন্ট প্যাটার্নের মাধ্যমে ফ্যাশনেও ফুটিয়ে তোলা সম্ভব।

এই চিন্তা থেকেই এবারের ফল কালেকশনকে আমরা কাব্যিক নান্দনিকতায় সাজানোর চেষ্টা করেছি।পোশাকের পাশাপাশি লা রিভ হোম, অ্যাক্সেসরিজ, জুয়েলারি, হ্যান্ডব্যাগ ফুটওয়ার সেগমেন্টে ফল-উপযোগী নতুন পণ্য যোগ হয়েছে। লা রিভের ফল নার্গিসাস ২০২৩ কালেকশনের সব স্টাইল ইতোমধ্যে পৌঁছে গেছে খুলনা, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ চট্টগ্রামসহ ঢাকার প্রতিটি স্টোর অনলাইনে (www.lerevecraze.com) ঘরে বসে সহজে কেনাকাটা করতে ডাউনলোড করতে পারেন লা রিভ অ্যাপ। বিস্তারিত জানতে লগইন করুন লা রিভের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook. com/lerevecraze