
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এ নিম্নবর্ণিত শূন্যপদসমূহে লোকবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে :
গ্রুপ-১এ:
পদের নাম : সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (১ জন), এরোড্রাম কর্মকর্তা (৩৩ জন), সিএনএস প্রকৌশলী (৭ জন), এরোড্রাম সহকারী (৯১৪৬ জন), স্যানিটারি ইন্সপেক্টর (১ জন), গ্যাস টেকনিশিয়ান (২ জন), অগ্নিনির্বাপক মোটরচালক (২২ জন) ও বোর্ডিং ব্রিজ অপারেটর (৬৩ জন)।
গ্রুপ-২এ :
পদের নাম : সিনিয়র প্রোগ্রামার (১ জন), সহকারী পরিচালক (৫ জন), এএনএস ইন্সপেক্টর (১ জন), ইন্সপেক্টর (এরোড্রাম) (২ জন), সিনিয়র অফিসার (১৫ জন), তথ্য সহকারী (৮ জন), উচ্চমান সহকারী (৮ জন) ও ট্রাফিক হ্যান্ড (১৩ জন)।
গ্রুপ-৩এ :
পদের নাম : এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর (৪ জন), সহকারী প্রকৌশলী (সিভিল) (৪ জন), সহকারী প্রকৌশলী ( ই/এম) (৬ জন), এয়ারপোর্ট ফায়ার লিডার (৭ জন), স্টোর কিপার (১ জন), বহিরঙ্গন সহকারী (২ জন) ও মোটর মেকানিক (২ জন)।
গ্রুপ-৪এ :
পদের নাম : মেইনটেন্যান্স প্রকৌশলী (৪ জন), এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর (৩ জন), হিসাব রক্ষক (৫ জন), নিরাপত্তা অধিক্ষক (নারী) (১ জন), নিরাপত্তা অধিক্ষক (পুরুষ) (৯ জন), চেইনম্যান (১ জন) ও মোটর পরিবহন ক্লিনার (৩ জন)।
গ্রুপ-৫এ :
পদের নাম : সহকারী পরিচালক (৫ জন), অর্থনীতিবিদ (১ জন), ফায়ার অফিসার (২ জন), নিরাপত্তা অপারেটর (৪০ জন), কনভেয়ার বেল্ট অপারেটর (২৪ জন) ও লাউঞ্জ রুম পরিচালক ( ২৯ জন)।
গ্রুপ-৬এ :
পদের নাম : এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার (২ জন), এয়ারক্রাফট মার্শালার (৪ জন), সহকারী শরীরচর্চা প্রশিক্ষক (২ জন), ফোরম্যান (সিভিল) (১ জন), ড্রাফটসম্যান (৮ জন), বিদ্যুৎ কারিগর (৪ জন), অটো ইলেকট্রিশিয়ান (২ জন), সশস্ত্র নিরাপত্তা প্রহরী (৪১ জন) ও নিরাপত্তা প্রহরী (৪৬ জন) ।
গ্রুপ-৭এ :
পদের নাম : হিসাব সহকারী (১৩ জন). ডাটা এন্ট্রি অপারেটর (৩ জন), সহকারী ড্রাফটসম্যান (৪ জন). সহকারী রেডিও টেকনিশিয়ান (৪ জন). ফিটার মেকানিক (১ জন), ইঞ্জিনচালক (২৭ জন), রং মিস্ত্রি (১ জন), সহকারী রাজমিস্ত্রি (১ জন), মালি (৪ জন) ও রেডিও ক্লিনার (৭ জন)।
গ্রুপ-৮এ :
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৬৯ জন), সার্ভেয়ার (১ জন), স্টোরম্যান (৪ জন), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (১ জন), এয়ারপোর্ট ফায়ার অপারেটর (৮৫ জন), মোটর পরিবহন ফিটার ড্রাইভার (৪ জন), জুনিয়র নিরাপত্তা অপারেটর (৭ জন), পাম্প চালক ও পাম্প মিস্ত্রি (২ জন), ট্রলিম্যান (৩৫ জন) ও সহকারী বাবুর্চি (১ জন)।
গ্রুপ-৯এ :
পদের নাম : টেলিফোন অপারেটর (৫ জন), ড্রাইভার (৩৬ জন), বার্ড শুটার (৪ জন), তার কারিগর (৭ জন), ডেন্টার (১ জন), মাস্টলস্কর (২ জন) ও হেলপার (৮ জন)।
বিস্তারিত জানুন :ww w.caab.gov.bd
আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত।