ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীতে বেসামরিক কর্মচারি নিয়োগ

-

প্রকাশিত: ০১:৩০, ১৭ মার্চ ২০২৩

নৌবাহিনীতে বেসামরিক কর্মচারি নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনীতে ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত

বাংলাদেশ নৌবাহিনীতে ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে বেসামরিক কর্মচারী নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে-
পদসমূহ হচ্ছে- (১) ধর্মীয় শিক্ষক- ২ জন, (২) কম্পিউটার অপারেটর- ১ জন, (৩) জুনিয়র সাইন্টিফিক এ্যাসিস্ট্যান্ট- ৩ জন, (৪) উচ্চমান সহকারী-৪ জন, (৫) স্টোর হাউজম্যান-১৫ জন, (৬) স্টোর হাউজ সহকারী-১ জন, (৭) সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-৪ জন, (৮) ল্যাবরেটরী এ্যাসিস্ট্যান্ট-৩ জন, (৯) সহকারী এক্সামিনার-৩ জন, (১০) ক্যাশিয়ার-১ জন, (১১) লাইব্রেরী এ্যাসিস্ট্যান্ট-৪ জন, (১২) এ্যাসিস্ট্যান্ট মেশিনম্যান-১ জন, (১৩) নার্স-২ জন, (১৪) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৬ জন, (১৫) স্টোরম্যান-১২ জন, (১৬) টেলিফোন অপারেটর-৩ জন, (১৭) মোয়াজ্জিন-২ জন, (১৮) মিডওয়াইফ-১ জন, (১৯) ল্যাবরেটরি এ্যাটেন্ডেন্ট-১ জন, (২০) বাইন্ডার-১ জন, (২১) ট্রেসার-২ জন, (২২) আয়া-৩ জন, (২৩) তন্দুরচী-১ জন, (২৪) এমটি ক্লিনার-৩ জন, (২৫) ফায়ারম্যান-৯ জন, (২৬) লস্কর-২ জন, (২৭) বাবুর্চি-২ জন, (২৮) ওয়ার্ডবয়-৩ জন, (২৯) ফিল্ড হেলথ ওয়ার্কার-১ জন, (৩০) গার্ডেনার-১ জন, (৩১) অদক্ষ শ্রমিক-২০ জন, (৩২) অফসেট সহকারী-১ জন, (৩৩) খাকরব- ৮ জন, (৩৪) নিরাপত্তা প্রহরী- ১ জন, (৩৫) ওয়াসারম্যান- ১ জন, (৩৬) বারবার-২ জন। 
বিস্তারিত জানুন : িি.িহধাু.সরষ.নফ 
আবেদনের শেষ তারিখ : ৪ এপ্রিল, ২০২৩ বিকেল ৫টা।

×