
রাশিয়ার সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোয়িতের (৫৩) মরদেহ মস্কোর উপকণ্ঠে একটি ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার কয়েক ঘণ্টা আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন।
রাশিয়ার তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর ওদিন্তসোভো এলাকায় প্রাইভেট কারের ভেতর সাবেক মন্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রোমান স্তারোভোয়িত আত্মহত্যা করেছেন।
২০২৪ সালের মে মাস থেকে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন স্তারোভোয়িত। এর আগে তিনি ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। ওই অঞ্চলে সম্প্রতি রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের তীব্র লড়াই হয়।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্তারোভোয়িতকে মন্ত্রীর পদ থেকে বরখাস্তের সঙ্গে সীমান্ত সুরক্ষার তহবিল তছরুপ ও কুরস্কে সম্ভাব্য দুর্নীতির একটি মামলার সম্পর্ক থাকতে পারে। তবে এই বরখাস্তের পেছনে ‘আস্থাহীনতা’র কোনো বিষয় নেই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পরই পুতিন তার অধীনে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আন্দ্রেই নিকিতিনের সঙ্গে বৈঠক করেন। নিকিতিনকে ভারপ্রাপ্ত যোগাযোগমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মিমিয়া