ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

প্রকাশিত: ১৩:০৬, ১৪ জুন ২০২৫; আপডেট: ১৩:০৮, ১৪ জুন ২০২৫

জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

ছবি:সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের এক জরুরি ও বিশেষ অধিবেশনে গাজায় অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরোতির প্রস্তাব পাস হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ অধিবেশনে মানবিক সহায়তা নিশ্চিত করাসহ যুদ্ধের অবসানের জোর দাবি জানানো হয়।

 

প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ ১৪৯টি দেশ ভোট দেয়। বিপক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র, ইসরাইলসহ মাত্র ১২টি দেশ। ১৯টি দেশ ভোটদানে বিরত থাকে।

এ প্রস্তাবে গাজার মানুষের জন্য কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যুদ্ধের ভয়াবহতায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার তীব্র নিন্দা জানানো হয়।

 

 

সভায় অংশগ্রহণকারী দেশগুলো ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায় এবং নিরীহ মানুষের জীবন রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নিতে জোর দেয়।

ছামিয়া

×