ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ইয়েমেনের বন্দরে ইসরায়েলের হামলা, অবরোধের হুমকি!

প্রকাশিত: ১৯:৪৮, ১০ জুন ২০২৫

ইয়েমেনের বন্দরে ইসরায়েলের হামলা, অবরোধের হুমকি!

ছবিঃ সংগৃহীত

ইসরায়েল ইয়েমেনের হোদেইদা বন্দর শহরে রাতভর হামলা চালিয়েছে, তাদের দাবি হুতি বিদ্রোহীরা এই বন্দরকে অস্ত্র স্থানান্তরের জন্য ব্যবহার করে। এই হামলার পর ইসরায়েল হুতিদের বিরুদ্ধে একটি বিমান ও নৌ অবরোধ আরোপের হুমকি দিয়েছে।

মঙ্গলবার (১০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এবং হুতি-নিয়ন্ত্রিত গণমাধ্যম উভয়ই হোদেইদা বন্দরে হামলার খবর নিশ্চিত করেছে। হোদেইদা বন্দর মানবিক সহায়তা আমদানির জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইসরায়েলি একজন কর্মকর্তা বলেছেন, হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর হামলা বন্ধ না করলে একটি "আকাশ ও নৌ অবরোধ" আরোপ করা হতে পারে।

হুতিদের প্রতিবেদন অনুযায়ী, হামলায় বন্দরের দুটি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার পরপরই এর দায় স্বীকার করে বলেছে যে, তারা নৌবাহিনীর জাহাজ ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতিদের "সামরিক উদ্দেশ্যে" ব্যবহৃত সমুদ্রবন্দরগুলিতে।

হুতি বা ইসরায়েলি কোনো প্রতিবেদনেই হতাহতের কোনো খবর উল্লেখ করা হয়নি।

ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত হোদেইদা বন্দর ২০১৪ সালে শুরু হওয়া যুদ্ধে বিপর্যস্ত লক্ষ লক্ষ ইয়েমেনির জন্য খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তার প্রধান প্রবেশদ্বার।

ইসরায়েল হুতিদের বিরুদ্ধে ইরান-সমর্থিত "সন্ত্রাসী কার্যকলাপের" অংশ হিসেবে বন্দরটিকে অস্ত্র স্থানান্তরের জন্য ব্যবহার করার অভিযোগ এনেছে এবং গত মে মাসেও সেখানে বিমান হামলা চালিয়েছিল।

সূত্রঃ আল জাজিরা

ইমরান

×