ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ চীন ঘনিষ্ঠতার জবাবে, ১৯৭১ সালের যুদ্ধকালীন বিমানঘাঁটি পুনরায় সচল করছে ভারত

প্রকাশিত: ১০:০২, ২৮ মে ২০২৫; আপডেট: ১০:০৫, ২৮ মে ২০২৫

বাংলাদেশ চীন ঘনিষ্ঠতার জবাবে, ১৯৭১ সালের যুদ্ধকালীন বিমানঘাঁটি পুনরায় সচল করছে ভারত

ছবি:সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান চীনা ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে পূর্ব সীমান্তে কৌশলগত অবস্থান মজবুত করতে ভারত সরকার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত একটি পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবস্থিত এই বিমানঘাঁটিটি ভারতীয় বিমানবাহিনী (IAF) ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে ব্যবহার করেছিল।

 

 

ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই ঘাঁটিটি পুনরায় চালু হলে তা ভারতীয় বিমানবাহিনীর পূর্বাঞ্চলীয় সক্ষমতা বাড়াবে এবং বাংলাদেশের অভ্যন্তরে বা সীমান্তবর্তী এলাকায় চীনের প্রভাব মোকাবেলায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, প্রতিরক্ষা ও বাণিজ্য খাতে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে, যা ভারতকে কৌশলগতভাবে নতুন করে চিন্তা করতে বাধ্য করেছে। বিশেষ করে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি এবং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI)-এ বাংলাদেশের অংশগ্রহণ, দিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, “এই বিমানঘাঁটিটি পুনরায় চালু হলে শুধু প্রতিরক্ষা নয়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতেও কাজে আসবে। এটি একাধারে কৌশলগত ও কার্যকর পদক্ষেপ।”

 

 

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ভারত এই ঘাঁটি ব্যবহার করে বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে। যুদ্ধের পর ঘাঁটিটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভারতের 'লুক ইস্ট' ও 'অ্যাক্ট ইস্ট' নীতির সামরিক দিকটিকেও জোরদার করছে।

 

 

সূত্র:এনডিটিভি

আঁখি

×