
ছবি: সংগৃহীত।
সৌদি আরবে মদের ওপর ৭৩ বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে সোমবার দেশটির এক সরকারি কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন। সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
গত সপ্তাহে একটি ওয়াইন ব্লগের রিপোর্টে দাবি করা হয়, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে পর্যটকদের সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় মদ বিক্রির অনুমতি দিতে পারে সৌদি আরব। পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ দাবি ছড়িয়ে পড়ে। যদিও সেই রিপোর্টে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।
সৌদি সরকারের তরফ থেকে জানানো হয়েছে, “মদের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে কোনো পরিবর্তনের পরিকল্পনা সরকারের নেই।”
এর মাধ্যমে রিয়াদ পরিষ্কার করল—বহু দশক ধরে চলে আসা ইসলামী আইনের অংশ এই নিষেধাজ্ঞা থেকে সরে আসার খবর কোনো সরকারি ভিত্তি ছাড়াই ছড়ানো হয়েছে।
সৌদি আরব একসময় বিশ্বে সবচেয়ে রক্ষণশীল ইসলামি দেশ হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি কিছু সামাজিক সংস্কার ও আর্থিক বৈচিত্র্য আনার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সিনেমা হল চালু, কনসার্ট আয়োজন, নারী স্বাধীনতার কিছু সম্প্রসারণসহ নানা পরিবর্তন আনা হয়েছে।
তবে মদের ওপর নিষেধাজ্ঞা এখনো সৌদি সমাজ ও আইনব্যবস্থার একটি অপরিবর্তনীয় অংশ হিসেবেই বহাল রয়েছে।
২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন নিয়ে সৌদি আরব ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তবে সরকার বলছে, আন্তর্জাতিক ক্রীড়ানুষ্ঠান আয়োজনের চাপ বা পর্যটকদের মনোযোগ আকর্ষণের প্রয়োজনে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জলাঞ্জলি দেওয়া হবে না।
সূত্র: রয়টার্স
নুসরাত