ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পুতিনকে ‘পাগল’ বললেন ট্রাম্প, ইউক্রেনে রুশ হামলায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৭:৩০, ২৬ মে ২০২৫; আপডেট: ১৭:৩৪, ২৬ মে ২০২৫

পুতিনকে ‘পাগল’ বললেন ট্রাম্প, ইউক্রেনে রুশ হামলায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

ছবি :সংগৃহীত

রবিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশাল’-এ এক পোস্টে ট্রাম্প বলেন, “পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে। সে একেবারে পাগল হয়ে গেছে!”

তিনি আরও লেখেন, “আমি সবসময় বলেছি, পুতিন শুধু ইউক্রেনের একটা অংশ নয়, পুরোটা চায় — আর হয়তো এখন সেটা প্রমাণিত হচ্ছে। তবে সে যদি পুরোটা নিতে চায়, তাহলে রাশিয়ার পতন অনিবার্য।”

এই মন্তব্য আসে এমন সময়, যখন ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া ২৯৮টি ড্রোন ও ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে — যা যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ পরিমাণ হামলা। এর মধ্যে ২৬৬টি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করে ইউক্রেন।

হামলায় নিহতদের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিতোমির অঞ্চলের ৮, ১২ ও ১৭ বছর বয়সী শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “রাশিয়ার নেতৃত্বের ওপর প্রকৃত চাপ না দিলে এই বর্বরতা থামবে না।” তিনি আরও বলেন, “বিশ্বের নীরবতা শুধু পুতিনকে উৎসাহিত করে। নিষেধাজ্ঞাই একমাত্র পথ।”

এদিকে ট্রাম্পও জানিয়েছেন, পুতিনের প্রতি তার ধৈর্য হারিয়ে যাচ্ছে। নিউ জার্সি থেকে রওনা হওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, “আমি জানি না পুতিনের কী হয়েছে। সে শহরে শহরে রকেট মারছে, মানুষ মারছে — এটা আমার একেবারেই পছন্দ নয়।”

তিনি আরও বলেন, “আমি অবশ্যই নতুন নিষেধাজ্ঞা বিবেচনা করছি।”

তবে ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকেও কটাক্ষ করে বলেন, “ওর মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সমস্যা তৈরি করে। এটা আমার ভালো লাগছে না, আর এই কথাবার্তা বন্ধ হওয়া দরকার।”

রাশিয়ার এই সর্বাত্মক হামলার বিরুদ্ধে ইউরোপীয় নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাইজা কাল্লাস রাশিয়াকে থামাতে সবচেয়ে কঠোর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এই হামলা আবারও দেখায়, রাশিয়া আরও দুর্ভোগ ও ইউক্রেনকে ধ্বংস করার পথে এগিয়ে যাচ্ছে। নিরীহ শিশুদের আহত ও নিহত হতে দেখা অত্যন্ত মর্মান্তিক।”

 

সূত্র  - https://www.aljazeera.com/news/2025/5/26/trump-lashes-out-at-crazy-putin-after-deadly-russian-air-raids-on-ukraine

সা/ই

×