
ছবি:সংগৃহীত
গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে সাহসী পদক্ষেপ নিল ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা ঘোষণা দিয়েছেন, মাল্টা আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
সোমবার (২৬ মে) মাল্টার প্রভাবশালী সংবাদমাধ্যম মাল্টা টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন, “গাজায় যা ঘটছে, তা এক ভয়াবহ মানবিক ট্র্যাজেডি। মাল্টা এর প্রতি চোখ বন্ধ রাখতে পারে না।”
তিনি জানান, ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারানো ডাক্তার হামদি আল-নাজ্জার এবং তার স্ত্রী আলা আল-নাজ্জারের পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের আশ্রয় দিতে প্রস্তুত মাল্টা। “আমরা তাদের আমাদের পরিবারের অংশ হিসেবেই গ্রহণ করব,” মন্তব্য প্রধানমন্ত্রীর।
স্থানীয় সময় শুক্রবার (২৩ মে) গাজার খান ইউনিস এলাকায় আল-নাজ্জার পরিবারের বাড়িতে চালানো হয় ভয়াবহ বিমান হামলা। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, এই হামলায় দম্পতির দশ সন্তানের মধ্যে নয়জনই নিহত হয়। বেঁচে থাকা একমাত্র ১১ বছর বয়সী সন্তান এবং তার বাবা হামদি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
এই হৃদয়বিদারক ঘটনার প্রতিক্রিয়ায় মাল্টা কেবল কূটনৈতিক স্তরে নয়, মানবিক সহানুভূতির জায়গা থেকেও এগিয়ে এসেছে।
প্রধানমন্ত্রী অ্যাবেলার এই পদক্ষেপ এমন এক সময় এসেছে, যখন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হচ্ছে। মাল্টার মতো একটি ছোট রাষ্ট্রের এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের বার্তা দিয়ে দিল, যে মানবতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো যায় সাহসের সঙ্গে, সীমাবদ্ধতা সত্ত্বেও।
আঁখি