ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

গোপন তথ্যের বিনিময়ে চীনাদের গুপ্তচর বানাতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৭:০১, ৩ মে ২০২৫

গোপন তথ্যের বিনিময়ে চীনাদের গুপ্তচর বানাতে চায় যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

চীনা কর্মকর্তাদের গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। বৃহস্পতিবার ইউটিউবে চীনা ভাষায় দুটি ভিডিও প্রকাশ করে সংস্থাটি, যার মাধ্যমে তারা বেইজিংয়ের বিরুদ্ধে অসন্তোষ থাকা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চায়।

ভিডিও দুটির শিরোনাম—“আমি সিআইএ’র সঙ্গে কেন যোগাযোগ করলাম: নিজের ভাগ্য নিজেই গড়ার জন্য” এবং “আমি সিআইএ’র সঙ্গে কেন যোগাযোগ করলাম: ভালো জীবনের আশায়”। ভিডিওগুলোতে কাল্পনিক বর্ণনাকারীরা চীনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরের হতাশা ও অনিশ্চয়তার চিত্র তুলে ধরেছেন।

একজন বলেন, “দলের ভেতরে যতটা উপরে উঠছি, ততটাই দেখছি—আমার আগের নেতাদের ফেলে দেওয়া হয়েছে পুরোনো জুতার মতো। এখন বুঝি, আমার অবস্থাও ততটাই অনিশ্চিত।” আরেকজন বলেন, “আমাদের নেতারা যে সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ হয়নি—এখন সময় এসেছে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করার।”

ভিডিওগুলো শেষে সিআইএ জিজ্ঞেস করে, “আপনার কাছে কি অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা বা জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কোনো তথ্য আছে?” এরপরই সংস্থাটির এনক্রিপ্টেড যোগাযোগ পদ্ধতি দেখানো হয়।

এই প্রচারণা শুরু হয় গত অক্টোবর থেকে, যেখানে চীন, ইরান ও উত্তর কোরিয়ার সম্ভাব্য তথ্যদাতাদের জন্য অনলাইনে নির্দেশনা দেয়া হয়। সিআইএ বলেছে, পূর্বে রাশিয়ানদের নিয়োগে তারা সফল হয়েছে, এবং নতুন ভিডিওগুলো চীনের কঠোর ইন্টারনেট সেন্সরশিপ পেরিয়ে পৌঁছাতে পারছে বলে তারা আত্মবিশ্বাসী।

চীনে এই প্রচেষ্টা আরও বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার আগে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি মার্কিন গুপ্তচরচক্র ভেঙে দেয়, যার ফলে অন্তত ডজনখানেক সিআইএ তথ্যদাতা গ্রেফতার ও ফাঁসির শিকার হন।

তবে পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও কড়া গোয়েন্দা বিরোধী আইন জারি করেছে এবং নাগরিকদের কাছে আশপাশে সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে তা জানানোর আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান অনুযায়ী, চীনকেই তারা সামরিক ও সাইবার হুমকি হিসেবে সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে। সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ বলেন, “চীন বিশ্বে অর্থনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগতভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। আমাদের সংস্থা এই হুমকির বিরুদ্ধে সৃজনশীলতা, দৃঢ়তা ও তাৎক্ষণিকতার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে বাধ্য।”

সম্প্রতি রাশিয়ার ইউক্রেন যুদ্ধে অংশ নিতে চীনা ভাড়াটে সৈন্য নিয়োগের ভিডিও চীনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে সেগুলো ছড়িয়ে পড়ার ক্ষেত্রে চীন সরকারের অনুমোদন ছিল কি না তা এখনও স্পষ্ট নয়।

বর্তমানে দুই পক্ষের মধ্যে গোয়েন্দা কার্যক্রম নিয়ে উত্তেজনা যে মাত্রা ছুঁয়েছে, তা ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে।

 

সূত্র: https://www.theguardian.com/world/2025/may/02/cia-china-videos-communist-party-spying-recruitment

আবীর

×