
ছবিঃ সংগৃহীত
স্থলসীমান্তে সেনা মোতায়েনের পর এবার আরব সাগরেও উত্তেজনা চরমে উঠেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের নৌবাহিনী এখন একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছে নিজ নিজ জলসীমায়। গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভারত আরব সাগরে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত, ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং সাবমেরিনসহ বিশাল নৌবহর মোতায়েন করেছে। জবাবে পাকিস্তানও তাদের শক্তিশালী নৌবাহিনী নিয়ে ভারতের মুখোমুখি অবস্থান নিয়েছে সাগরে।
দুই দেশেরই নৌবাহিনী শুরু করেছে গোলাবর্ষণের মহড়া। যদিও উভয় দেশ এই মহড়াকে ‘রুটিন অনুশীলন’ বলেই দাবি করছে, বিশ্লেষকরা একে সম্ভাব্য যুদ্ধের প্রাক প্রস্তুতি হিসেবেই দেখছেন। গুজরাট উপকূল থেকে মাত্র ৮৫ নটিক্যাল মাইল দূরেই ভারতের নৌবহর অবস্থান করছে বলে জানানো হয়েছে। এমনকি ভারত অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলের পরীক্ষাও শুরু করেছে।
এদিকে পাকিস্তানের নৌবাহিনীও সশস্ত্র নৌমহড়া শুরু করেছে। যুদ্ধজাহাজ, সাবমেরিনসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা অবস্থান নিয়েছে ভারতের সীমানার কাছাকাছি এলাকায়। পাশাপাশি, পাকিস্তানের স্থলবাহিনীও শিয়ালকোট, নারোয়াল ও জাফরওয়াল সীমান্তে ট্যাংক, আর্টিলারি ও ইনফ্যান্ট্রি ইউনিট নিয়ে সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে নেমেছে।
পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সীমান্তে সেনা জমায়েত, আকাশে যুদ্ধবিমানের টহল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন—সব মিলিয়ে পরিস্থিতি একেবারে যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে।
বিশ্লেষকরা বলছেন, আরব সাগরে যুদ্ধজাহাজ ও সাবমেরিনের এত ঘনিষ্ঠ অবস্থান যে কোনও ছোট ঘটনার মাধ্যমেই পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
মারিয়া