
ছবি : সংগৃহীত
গাজার ওপর দীর্ঘদিনের সামরিক অভিযান চালানো ইসরায়েল এবার নিজেই প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা। দেশটির মধ্যাঞ্চলে এক সপ্তাহ আগে শুরু হওয়া দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। মাইলের পর মাইল এলাকা এখন আগুনের লেলিহান শিখায় পুড়ে ছারখার।
শুষ্ক, উত্তপ্ত আবহাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতির তীব্র বাতাস। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যে ২৮৯১ একর পাহাড়ি অঞ্চল পুড়ে গেছে, দাবানল এগিয়ে যাচ্ছে রাজধানী জেরুজালেমের দিকে। বন্ধ হয়ে গেছে তেল আবিব-জেরুজালেম প্রধান সড়ক।
প্রবল সামরিক শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও এই দুর্যোগের সামনে অসহায় ইসরায়েল। ১৫০টিরও বেশি ফায়ারফাইটিং টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি করে অগ্নিনির্বাপণ বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও। উত্তর দিক থেকে স্ট্যান্ডবাই টিম আনা হচ্ছে এবং সুপার হারকিউলিস বিমানের ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যা যেকোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম।
দাবানলের কারণে বাতিল করা হয়েছে মেমোরিয়াল ডে উপলক্ষ্যে নির্ধারিত অনুষ্ঠানগুলো। নিরাপত্তার জন্য খালি করে ফেলা হয়েছে অন্তত ১০টি জনবসতি। বহু বাসিন্দাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যেকোনো সময় সরে যাওয়ার জন্য।
অন্যদিকে গাজায় দেড় বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। সেই ইসরায়েলই আজ প্রাকৃতিক আগুনের সামনে নিজেই বিপর্যস্ত। আগুন নিয়ন্ত্রণে আনতে চরম সংকটে পড়েছে দেশটি।
আঁখি