ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

২৪ ঘণ্টায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ২ মে ২০২৫

ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলা

হামলার শিকার জাহাজে উদ্ধারকারী জাহাজ থেকে পানি ছিটানো হচ্ছে

গাজার জন্য ত্রাণ সহায়তা এবং স্বেচ্ছাসেবক বহনকারী একটি জাহাজে শুক্রবার ভোরবেলা ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। মাল্টার কাছে আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার জাহাজের কর্মীদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মাল্টা সরকার। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরার।
জাহাজটি পাঠিয়েছিল দ্য ফ্রিডম ফ্লোটিল্লা কোয়ালিশন নামের একটি আন্তর্জাতিক এনজিও। হামলার জন্য সংস্থাটি বলেছে, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করতে হবে। গাজায় ত্রাণ প্রবেশে অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক বাহনে হামলার মতো অপরাধের জন্য তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। হামলার বিষয়ে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাল্টা সরকার জানায়, মধ্যরাতের কিছু পর সমুদ্র কর্তৃপক্ষের কাছে একটি জরুরি সংকেত আসে। তাদের একটি জাহাজে আগুন লাগার খবর জানানো হয়। জাহাজটি মাল্টার আঞ্চলিক সীমানার বাইরে অবস্থান করছিল এবং এতে ১২ জন ক্রু ও চার জন বেসামরিক নাগরিক ছিলেন। এর আগে সামাজিক মাধ্যমে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন দাবি করেছিল, জাহাজে অবস্থানরত ৩০ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।

এই সংস্থাটি গাজায় ইসরাইলি অবরোধের সমাপ্তি ঘটানোর জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছে। তারা সম্ভাব্য কোনো নাশকতা এড়াতে কোনো খবর না ছড়িয়ে তা চুপচাপ ত্রাণ নিয়ে আসতে চেয়েছিল বলে দাবি করা হয়। সংস্থাটি দাবি করেছে, গাজায় এই মিশন সফল করার জন্য ২১টি দেশ থেকে স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছিল। তবে নির্ধারিত দিনে যাত্রা শুরুর সকালেই জাহাজটি হামলার শিকার হয়।

বেসামরিক জাহাজটি দুবার ড্রোন হামলার শিকার হয়েছে। ২০১০ সালে গাজা উদ্দেশে যাওয়া ফ্রিডম ফ্লোটিল্লা জোটের আরেকটি জাহাজকেও একই ধরনের মিশনের সময় থামিয়ে দেওয়া হয়। সে বার জাহাজে উঠে পড়ে ইসরাইলি সেনারা। ওই ঘটনায় নয়জন কর্মী নিহত হয়েছিলেন। পরবর্তী সময়ে অন্য কয়েকটি জাহাজও একইভাবে বাধা ও জব্দ করা হয়েছে, তবে সেসব ক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটেনি।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার