
ছবি সংগৃহীত
ইয়েমেনের হুতি বাহিনীর টানা ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলার মুখে পড়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়েছে। পালানোর সময় একাধিক রণজটিলতার মধ্যে পড়ে রণতরীটি থেকে ৬৭ কোটি ডলার মূল্যের একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে যায়।
সোমবার (২৮ এপ্রিল) ইরানভিত্তিক সংবাদমাধ্যম তেহরান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ অবস্থান বিবেচনায় নিয়ে মার্কিন বাহিনী এই এলাকা ত্যাগের সিদ্ধান্ত নেয়।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী হামলার দায় স্বীকার করে জানিয়েছে, এটি ছিল মার্কিন বাহিনীর হামলায় বেসামরিক নাগরিক ও শরণার্থীদের প্রাণহানির বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া। তারা আরও জানায়, ড্রোন, নৌ এবং ক্ষেপণাস্ত্র বাহিনীর সমন্বয়ে চালানো যৌথ অভিযানে ইউএসএস ট্রুম্যান ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো লক্ষ্যবস্তু করা হয়।
সূত্র জানায়, পালিয়ে যাওয়ার সময় দ্রুত কৌশল পরিবর্তন করতে গিয়ে একাধিক যুদ্ধবিমানকে সরাতে না পারায় একটি অত্যাধুনিক যুদ্ধবিমান সাগরে পড়ে যায়।
ইয়েমেনি সূত্র আরও দাবি করে, “আমরা মার্কিন রণতরীটিতে সরাসরি আঘাত হানার বিষয়টি নাকচ করছি না। যেকোনো সময় এই রণতরীকে পুরোপুরি লোহিত সাগর ছাড়তে দেখা যেতে পারে।”
আশিক