
ছবি:সংগৃহীত
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন ঢুকে পড়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা মার্কিন ড্রোনটিকে সফলভাবে প্রতিহত করেছে।
এই ঘটনার মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য হামলা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। এদিকে, হোয়াইট হাউস থেকে ইরানকে ধ্বংস করার হুমকিও এসেছে।
যুক্তরাষ্ট্র ইরানকে ভয় দেখাতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে ইরান পাল্টা প্রতিরোধের ডাক দিয়েছে। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সম্ভাব্য আগ্রাসন কীভাবে মোকাবিলা করবে ইরান। ইরান বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে অর্জিত অর্থ দিয়ে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন, যার ফলে ইরান মার্কিন ডলারে কোনো আর্থিক লেনদেন করতে পারছে না। তবে ইরান চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে বেইজিংয়ের সাথে তেল বাণিজ্য সম্প্রসারণ করেছে।
পরিস্থিতির জটিলতা বিবেচনায় পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানকে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটিতে সামরিক হামলার হুমকিও দিয়েছেন তিনি। ট্রাম্প নিজেকে শান্তির দূত আখ্যা দিলেও, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড স্পষ্ট করেছেন যে, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানোই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তিনি বলেন, হামাস, হুথি বা ইরান—যারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সবাইকে ধ্বংস করা হবে।
ইরান যুক্তরাষ্ট্র বা ইসরাইলের যেকোনো আগ্রাসনকে চূড়ান্তভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান তার আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে। ইরানের সামরিক বাহিনীও যেকোনো ধরনের আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির এরোস্পেস ফোর্স জানিয়েছে, শত্রুপক্ষের যেকোনো বিমান, তা মনুষ্যবাহী বা ড্রোন হোক, গুলি করে ভূপাতিত করা হবে।
এদিকে, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে মার্কিন বিমান হামলায় অন্তত ৫৩ জন নিরীহ নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। এর জবাবে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাময় পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।
সূত্র : https://youtu.be/BiShfFBSdw0?si=qyd8WraYbka4uKpc
আঁখি