ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

খেলা শুরু ট্রাম্পের, কী করবে ইরান?

প্রকাশিত: ১৬:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

খেলা শুরু ট্রাম্পের, কী করবে ইরান?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ক্ষমতায় ফিরেই আবারও ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাস্তবায়ন শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেন।

এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন। যেখানে ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছিল। 

ট্রাম্পের মতে, “ইরানের একটি জিনিস থাকতে পারে না। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যায়, তাহলে আমি মনে করি এটি তাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে।”

তবে ওয়াশিংটনের এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।  

ইরান এখনও এই নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে অতীতে তারা কঠোর পদক্ষেপের মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছে। সম্প্রতি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়েছিল, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। যা পারমাণবিক অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি।  

বিশ্লেষকদের মতে, ইরান পাল্টা কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা নিতে পারে। বিশেষ করে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করা এবং মার্কিন মিত্রদের ওপর চাপ বাড়ানো ইরানের সম্ভাব্য কৌশল হতে পারে।

এখন প্রশ্ন হচ্ছে, এই নিষেধাজ্ঞার ফলে ইরান কি আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে, নাকি কূটনৈতিক সমঝোতার পথে হাঁটবে? 

সূত্র: https://www.youtube.com/watch?v=STpM0BPtAFE

আশিক

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার