ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

ভারতীয়দের সত্যিই বের করে দিলেন ট্রাম্প!

প্রকাশিত: ০০:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ভারতীয়দের সত্যিই বের করে দিলেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

ভারতীয় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর পদক্ষেপ শুরু হয়েছে। ট্রাম্পের নির্দেশে সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের দেশে ফিরিয়ে পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি, টেক্সাসের সান আন্তোনিও থেকে ২০৫ জন ভারতীয় অবৈধ অভিবাসী নিয়ে একটি মার্কিন সামরিক বিমান ভারতে রওনা দিয়েছে। এটি এমন এক প্রক্রিয়ার অংশ, যার মাধ্যমে আরো হাজারো অবৈধ অভিবাসীকে দেশে ফিরিয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এছাড়া, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীবিরোধী কঠোর নীতি গ্রহণ করেছেন। তিনি সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করে সেনা মোতায়েন করেছেন এবং কাগজপত্র না থাকা অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেছেন।

ট্রাম্পের এই পদক্ষেপে ভারতও চাপের মধ্যে পড়েছে, কারণ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় অভিবাসীদের সংখ্যা প্রায় ৬-৭ লাখ। ইতিমধ্যে ভারত সরকার ১৮,০০০ অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে, এবং ট্রাম্পের হুমকি এড়াতে স্বেচ্ছায় এই প্রক্রিয়া চালানো হচ্ছে।

তবে ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রহণে সহযোগিতা না করলে শুল্কসহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে, ভারতীয় সরকারও উদ্বিগ্ন, কারণ ট্রাম্প পূর্বে ভারতীয়দের জন্য ভিসা বাতিল করার হুমকি দিয়েছিলেন, যা ভারতের জন্য আরো বড় সমস্যা সৃষ্টি করতে পারে।

এটি সেই সময়ে ঘটছে, যখন ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী স্থানান্তরের কাজ করবেন এবং অবৈধ অভিবাসীদের 'এলিয়েন' হিসেবে চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠাবেন।

ভিডিও দেখুন: https://youtu.be/zEi2KNda4nA?si=tD7e1tWRbLbuOkJq

এম.কে.

×