ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের ওপর হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ১৯:৫৪, ৫ ডিসেম্বর ২০২৪

ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের ওপর হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছবি: সংগৃহীত।

ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন বাংলাদেশি নাগরিকদের জন্য আরোপিত হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা এখন থেকে মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের তাদের হোটেল ও রেস্তোরাঁয় আতিথ্য প্রদান করবে।

এর আগে, সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরা হোটেল মালিক সমিতি বাংলাদেশি নাগরিকদের জন্য ত্রিপুরার হোটেলগুলোতে অবস্থান নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল। তারা হোটেলগুলির ফ্রন্ট ডেস্কে নিষেধাজ্ঞার পোস্টার লাগানোর পাশাপাশি নিরাপত্তা তল্লাশি আরও কঠোর করার নির্দেশনা দিয়েছিল।

উল্লেখ্য, ত্রিপুরার হোটেল ব্যবসায় বাংলাদেশের নাগরিকেরা ছিলেন মূলত প্রধান গ্রাহক। তবে সম্প্রতি বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ত্রিপুরার হোটেল মালিকরা এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পেছনে সংগঠনটির যুক্তি হচ্ছে, তারা জাতীয় সংবেদনশীলতা এবং আতিথেয়তার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, "আমরা মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের আমাদের হোটেলে স্বাগত জানাতে প্রস্তুত। তাদের আবাসন এবং সেবা নিশ্চিত করা হবে।"

এদিকে, কলকাতার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও জানিয়েছে, বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। সংগঠনটি উল্লেখ করেছে, চিকিৎসা পেশায় জাত, ধর্ম কিংবা দেশের কোনো গুরুত্ব নেই, রোগী সর্বপ্রথম।

এমন পরিস্থিতিতে, ত্রিপুরা রাজ্যেও দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে নতুনভাবে সমন্বয় সাধনের প্রয়াস শুরু হয়েছে।

নুসরাত

×