লেবাননে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবন।
গত সপ্তাহে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আবারো লেবাননে ইসরায়েল হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে এই হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে।
যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) দাবি করেছে, চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহই প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। যুদ্ধবিরতি যুক্তি সমুন্নত রাখতে তারা এই হামলার জবাবে সশস্ত্র গেীষ্ঠিটির কিছু অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, ইসরায়েল আবারও লেবাননে হামলার মাধ্যমে যুদ্ধবিরতি যুক্তি লঙ্ঘন করেছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত এক বছর ধরে সংঘাত চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় দু‘পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।
আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনায় লেবানন ইসরায়েল সীমান্তে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে।
সাইদুর