ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

ক্ষমতায় বসেই বিদেশ সফরে মোদি

প্রকাশিত: ১১:৪০, ১৩ জুন ২০২৪

ক্ষমতায় বসেই বিদেশ সফরে মোদি

নরেন্দ্র মোদি। 

ক্ষমতায় বসেই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-৭-এর আমন্ত্রণে ২৪ ঘণ্টার সফরে ইতালি যাচ্ছেন তিনি। এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি। 

যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, জার্মানি ও জাপানকে নিয়ে এই জি-৭-এর পঞ্চাশতম অধিবেশন বসছে। 

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার কথায়, ধারাবাহিকভাবে তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটা নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর। জি-৭ সম্মেলনে উপস্থিত বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে ভারত ও গ্লোবাল সাউথের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ হবে তার। 

ভারতে গত বছর আয়োজিত জি-২০ সম্মেলনের সঙ্গে মোদির এই সফরকে সংযুক্ত করে কোয়াত্রা বলেন, গত বছর ভারতের নেতৃত্বে হওয়া জি-২০ সম্মেলনের ফলাফলকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগও পাবেন প্রধানমন্ত্রী জি-৭ বৈঠকে, যে বিষয়গুলো বিশ্বের অনুন্নত এবং দরিদ্র রাষ্ট্রগুলোর জন্য খুবই জরুরি।  

গত বছর হিরোশিমায় জি-৭-এ যোগ দিয়েছিলেন মোদি। সেখানে পার্শ্ববৈঠকে তিনি দেখা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। 

তাসমিম

×