ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

যে দেশটিতে অর্ধেক অংশে দিন আর বাকি অর্ধেকে রাত

প্রকাশিত: ১৫:১৩, ২১ আগস্ট ২০২৩

যে দেশটিতে অর্ধেক অংশে দিন আর বাকি অর্ধেকে রাত

ছবি: সংগৃহীত 

একটি দেশ রয়েছে যে দেশে ১১টি টাইম জোন রয়েছে। সেখানে অর্ধেক অংশে দিন হলে বাকি অংশে থাকে রাত। এ দেশটি হলো রাশিয়া। দেশটিতে এক অংশে যখন কেউ সকালের চা খাচ্ছেন, অন্য প্রান্তে কেউ খেতে বসেছেন রাতের খাবার। 

জানলে অবাক হবেন— অর্ধেক অংশে দিন, অন্য অংশে রাত। দেশটিতে এটা দেখা যায় মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় ৭৬ দিন। তাই রুশদের ভূমিকে বলা হয় ‘কান্ট্রি অব মিডনাইট সান’ - মধ্যরাতে সূর্যোদয়ের দেশ।

অনেকেই হয়তো জানেন না রাশিয়াকে বলা হয় ভদকার জনক। এ দেশে প্রথম ভদকা পানের চল শুরু হয়েছিল।
বিশ্বের অন্যতম পরাশক্তির এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি।একটা সময় ছিল যখন রাশিয়ার মানুষ দাড়ি রাখতে পারতেন না। এ নিয়ম ভাঙলে দিতে হত বড় জরিমানা।
রুশরা মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করেন। যে কারণে প্রতি বছর পাঁচ লাখের বেশি মানুষ মারা যান।
রাশিয়ানরা পশুপ্রেমী। তারা পশুদের বিশেষ যত্ন নেন। পশুদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা থাকে।

রাশিয়ার একটি শহর হল মরমস্ক। এখানে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী। সেই সময় দিনরাতের অনুভূতি এখানে একেবারে থেমে যায়। সূর্য খুব উজ্জ্বল হয়ে ওঠে এবং মানুষ দিন ও রাতের অনুভূতি একেবারে ভুলে যান। রাশিয়ার এই শহরটিতে সূর্য কখনও অস্ত যায় না, সেটি কেবল আকাশজুড়ে ঘুরে চলে।

সূত্র: এইসময়
 

টিএস

×