
রাজেশ বিশ্বাস
ভারতে নিজের ফোন উদ্ধারে বাঁধের জলাধারের পানি ফেলে দেওয়ার নির্দেশদাতা এক সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সেলফি তুলতে গিয়ে ফোন পড়ে গিয়েছিল কর্মকর্তা রাজেশ বিশ্বাসের; তারপর তার নির্দেশে তিনদিনে জলাধারটির লাখ লাখ লিটার পানি ফেলে দেওয়া হয়। কিন্তু ফোনটি যতক্ষণে পাওয়া যায়, ততক্ষণে তাতে এতই পানি ঢুকে গেছে যে সেটিকে আর সচল করা সম্ভব হয়নি। -বিবিসি