
রুপার্ট মারডক ও অ্যান লেসলি স্মিথ
জীবনের ৯২ বসন্ত পার করে এলেও হৃদয় এখনও প্রেমে টইটম্বুর। এই বয়সে পঞ্চমবার বিয়ে করতে যাচ্ছেন মিডিয়া মোগল, ধনকুবের রুপার্ট মারডক, তার আশা এটাই শেষ। বিবিসি জানিয়েছে, মারডক এবার বিয়ে করছেন ৬৬ বছর বয়সী অ্যান লেসলি স্মিথকে যিনি একসময় যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর পুলিশ চ্যাপলেন (পরামর্শক) ছিলেন।
ইতোমধ্যে তারা আনুষ্ঠানিক বাগদানের ঘোষণা দিয়েছেন। তাদের প্রথম দেখা হয় গত সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় মারডকের আঙুর বাগানে এক অনুষ্ঠানে। নিজের অন্যতম প্রকাশনা নিউইয়র্ক পোস্টকে রুপার্ট মারডক বলেন, ‘প্রেমে পড়তে আমার ভয়ই হচ্ছিল। তবে আমি জানি, এটাই আমার শেষ প্রেম। সেটা হলেই ভালো, আমি খুব খুশি।’ মারডকের সঙ্গে তার চতুর্থ স্ত্রী জেরি হলের বিচ্ছেদ হয় গতবছর।
সাক্ষাৎকারে তিনি বলেন, অ্যান লেসলি স্মিথকে তিনি মনের কথা খুলে বলেন সেন্ট প্যাট্রিকস ডেতে। আর সে সময় তিনি ছিলেন দারুণ নার্ভাস। অ্যানের স্বামী ছিলেন কান্ট্রি সিঙ্গার ও টেলিভিশন নির্বাহী চেস্টার স্মিথ। ১৪ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে একাই ছিলেন তিনি। -বিবিসি