ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

​​​​​​​ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ল

প্রকাশিত: ২১:০৮, ১৯ মার্চ ২০২৩

খাদ্যশস্য রপ্তানি  চুক্তির মেয়াদ  বাড়ল

.

তুরস্ক জাতিসংঘের মধ্যস্থতায় করা ইউক্রেন-রাশিয়ার কৃষ্ণসাগর হয়ে নিরাপদে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ আরও বাড়ল। রবিবার জাতিসংঘ তুরস্কের তরফে ঘোষণা দেওয়া হয়। গত বছর জুলাই মাসে জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের চুক্তিটি সম্পন্ন হয়। পরে নভেম্বরে আরও ১২০ দিনের জন্য মেয়াদ বাড়ানো হয়। বিশ্বব্যাপী খাদ্যসংকট মোকাবিলা করাই ছিল এই চুক্তির মূল লক্ষ্য। খবর এএফপির।

গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন অভিযানের পর কৃষ্ণসাগর অবরুদ্ধ করা হলে বন্ধ হয়ে যায় শস্য রপ্তানি কার্যক্রম। ব্যাপক খাদ্যসংকট শুরু হয় বিশ্বজুড়ে। বিভিন্ন দেশে খাদ্য পণ্যের দাম বেড়ে যায় বহুগুণ। শনিবার সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

জাতিসংঘ তুরস্ক রবিবার জানায় চুক্তিটির মেয়াদ বাড়ানো হয়েছে, তবে কতদিনের জন্য তা নির্দিষ্ট করেনি তারা। ইউক্রেন বলছে, এটি ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছে। কিন্তু রাশিয়ার সহযোগিতা প্রয়োজন এবং মস্কো শুধু ৬০ দিনের জন্য চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছে।

×