ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

চিলিতে দাবানলে ১৩ জন নিহত 

প্রকাশিত: ১৪:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩

চিলিতে দাবানলে ১৩ জন নিহত 

দাবানল

চিলির বিভিন্ন জায়গায় দাবানলে ১৩ জন নিহত হয়েছেন।  গ্রীষ্মকালীন তাপদাহে দেশটির দক্ষিণাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

সান্তা জুয়ানা শহরে একজন অগ্নিনির্বাপনকর্মীসহ ১১ জন নিহত হয়েছেন। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের বিওবিও অঞ্চলে সান্তা জুয়ানা শহরের অবস্থান।

অন্যদিকে দক্ষিণাঞ্চলের লা অরাকনিয়ায় জরুরি সহযোগিতা কাজে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারটির পাইলট ও একজন মেকানিক নিহত হয়েছেন। 

বিওবিও এবং প্রতিবেশী এলাকা নুবলে কৃষি ও বনায়ন খাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

দেশজুড়ে ৩৯টি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে এবং এর ফলে শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি ছেড়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।

শুক্রবার নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে জানায় আবহাওয়া অফিস। 

খবর: রয়টার্সের

তাসমিম

monarchmart
monarchmart