ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

উন্মুক্ত স্থানে ফিলিস্তিনের পতাকা নিষিদ্ধ করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ৯ জানুয়ারি ২০২৩

উন্মুক্ত স্থানে ফিলিস্তিনের পতাকা নিষিদ্ধ করল ইসরাইল

পশ্চিম উপত্যকায় পতাকা হাতে ফিলিস্তিনিরা

প্রকাশ্য জনবহুল ও সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত, এমন স্থানে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন নিষিদ্ধ করেছে ইসরাইল। ইহুদি এই দেশটির নতুন উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গ্যাভি পাবলিক স্পেস থেকে ফিলিস্তিনি পতাকা অপসারণের নির্দেশ দিয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের নতুন উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গ্যাভি সোমবার বলেছেন, তিনি পুলিশকে পাবলিক স্পেস থেকে ফিলিস্তিনি পতাকা অপসারণের নির্দেশ দিয়েছেন। রয়টার্স বলছে, ইসরাইলি আইনে ফিলিস্তিনি পতাকাকে বেআইনি বা অবৈধ নয়। তবে জনশৃঙ্খলার জন্য হুমকি রয়েছে বলে মনে করলে যে কোনো বস্তু সরিয়ে ফেলার অধিকার ইসরাইলি পুলিশ ও সৈন্যদের রয়েছে। -আলজাজিরা

×