ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পাকিস্তান ছেড়ে কানাডায় আসিয়া বিবি

প্রকাশিত: ১০:২৯, ৯ মে ২০১৯

 পাকিস্তান ছেড়ে কানাডায় আসিয়া বিবি

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত প্রথম নারী আসিয়া বিবি অবশেষে পাকিস্তান ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন। বুধবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সিনিয়র সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে আসিয়া বিবি ঠিক কবে পাকিস্তান ছেড়েছেন এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।-খবর এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। ব্লাসফেমির অভিযোগে মৃত্যুদন্ডাদেশ পাওয়া খ্রীস্টান ধম্বাবলম্বী আসিয়া বিবি আট বছর জেল খাটেন। ২০১৮ সালে পাক সুপ্রীমকোর্ট তার মুক্তির আদেশ দেয়। ২০১০ সালে দুই প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়ালে প্রতিবেশিরা তার বিরুদ্ধে ইসলাম ধর্মের নবী মোহাম্মদকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠে। এরপর আসিয়ার ফাঁসির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়। আসিয়া বিবি অবশ্য সব সময় তার বিরুদ্ধে আনা এমন অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তানে ব্লাসফেমি আইনে কোন অমুসলিম নারী হিসেবে প্রথম দণ্ডিত হন ৪ সন্তানের মা আসিয়া। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা সাইফুল মালিক বলেন, আসিয়া বিবি নিরাপদে পাকিস্তান ছেড়ে কানাডা পৌঁছেছেন।
×