মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৯ এপ্রিল নিজের ক্ষমতারোহণের শততম দিন উদ্যাপন করবেন। বিশাল সমাবেশের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করার ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। খবর সিএনএনের।
নিজের টুইটার এ্যাকাউন্টে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ‘রবিবার রাতে আমি পেনসিলভানিয়ায় এক বিশাল সমাবেশ করতে যাচ্ছি। অপেক্ষায় থাকুন।’ এর আগে শুক্রবার শততম দিনে ট্রাম্পের অর্জন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা বলেন ট্রাম্প। টুইটার পোস্টে তিনি লেখেন, ‘এই শততম দিনের হাস্যকর মানদ-েও যা-ই অর্জন করে থাকি না কেন, মিডিয়া তা ধামাচাপা দেবেই। আর এ অর্জন অনেক বিশাল।’ প্রেসিডেন্টের শততম দিন উদ্যাপনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সময় থেকে এ দিনটির উদ্যাপন শুরু হয়। তিনি তার শাসনামলের শততম দিনের মধ্যেই ১৫টি বড় আইন প্রণয়ন করেন। আর ওই সময়েই কংগ্রেসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা ও প্রভাব থাকে সবচেয়ে বেশি। ট্রাম্পও নিজের নির্বাচনী প্রচারের সময় এই প্রথম ১০০ দিনের কথা উল্লেখ করেছিলেন।
ক্ষমতা গ্রহণের শততম দিনে সমাবেশ করবেন ট্রাম্প
প্রকাশিত: ০৫:২৬, ২৫ এপ্রিল ২০১৭
শীর্ষ সংবাদ: