ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কোকেশি ক্রেজ!

প্রকাশিত: ০৪:০২, ৬ জানুয়ারি ২০১৭

কোকেশি ক্রেজ!

জাপানের ঘন বনভূমির শীতপ্রধান তোহোকু অঞ্চলে দুই শ’ বছর আগে তৈরি করা শুরু হয় কোকেশি নামের পুতুল। কোকেশি এখন পুরো দেশের ক্রেজে পরিণত হয়েছে। বিশেষ চেহারা ও সৌন্দর্যময় কাঠের পুতুলটি শিশুদের খেলনা হিসেবে গড়ে উঠলেও এটি এখন বয়স্কদের সংগ্রহকে সমৃদ্ধ করেছে। এমনকি আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে। জাপানীরা এখন বাড়িতে নিজ হাতে পুতুল তৈরির চেষ্টা করছেন। সাম্প্রতিককালে কোকেশি ক্রেজকে রেনেসাঁর সঙ্গে তুলনা করা হচ্ছে। -টোকিও স্মার্ট
×