ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইএমএফের কাছে সাহায্যের অনুরোধ গ্রীসের

প্রকাশিত: ০৪:০৭, ২৬ জুলাই ২০১৫

আইএমএফের কাছে সাহায্যের অনুরোধ গ্রীসের

গ্রীস আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছে সাহায্যের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে বিশাল অঙ্কের তৃতীয় আন্তর্জাতিক বেইল আউট গ্রহণ করতে আরও এগিয়ে গেল। তবে ‘স্থান ক্ষণ’জনিত সমস্যার কারণে এথেন্সে আলোচনা শুরু করা বিলম্বিত হচ্ছে। গ্রীক সরকার আইএমএফের কাছ থেকে নতুন সাহায্য না নিয়েই এগিয়ে যেতে প্রথমে পরিকল্পনা করেছিল, কারণ দেশটি ওই ঋণদাতা সংস্থাকে কঠোর কৃচ্ছ্রনীতির অনড় সমর্থন বলে মনে করছে। সরকার আর্থিক পতন এবং ইউরোজোন থেকে বিশ্ঙ্খৃল পথে বিদায় গ্রহণ এড়াতে তিন বছরের জন্য ৮ হাজার ৬শ’ কোটি ইউরোর বেইল আউট চাচ্ছে। কিন্তু আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিন লাগার্দের কাছে লেখা এক চিঠিতে গ্রীক অর্থমন্ত্রী ইউক্লিভ সাকালোভেস বলেন, তার দেশ আইএমএফের কাছ থেকে নতুন ঋণ চাচ্ছে। ২৩ জুলাইয়ের ওই চিঠিটি শুক্রবার প্রকাশ করা হয়। আইএমএফ অনুরোধ পাওয়ার কথা নিশ্চিত করেছে। সংস্থাটি পরবর্তী বেইল আউট সম্পর্কিত আলোচনার সময় ও পদ্ধতি নিয়ে পরে গ্রীস ও ইইউ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে বলে জানায়। গ্রীস বৃহস্পতিবার বলেছিল যে, আলোচনা শুরু করতে আলোচকরা শুক্রবার এথেন্স পৌঁছবেন, কিন্তু দেশটি পরস্পরই জানায় যে, তারা কয়েক দিনের মধ্যে পৌঁছবেন। -গার্ডিয়ান
×