
ছবি: সংগৃহীত
গত জুন মাসে ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির শহীদ ও বীরযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি। সরকারি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইতোমধ্যে ১,০৬০ জন নিহতকে দাফন করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন এবং বহু আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এই সংখ্যা বেড়ে ১,১০০ ছাড়াতে পারে।
গত ১৩ জুন থেকে শুরু হওয়া টানা ১২ দিনের ইসরায়েলি বিমান হামলায় ইরানের বহু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, গবেষণা কেন্দ্র এবং সরকারি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই হামলায় বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানী নিহত হন বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির নিরাপত্তা সূত্রে জানা গেছে।
এই সাম্প্রতিক সহিংসতা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মহলে এর গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
শেখ ফরিদ