
ছবি: সংগৃহীত
উত্তরাঞ্চলীয় অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরের আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্র ও ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, জেইতা, আনাবতা ও বালআ শহরে সেনা অভিযান চালানো হয়। এসব শহরের রাস্তাঘাট ও আশপাশের পাড়া-মহল্লায় সেনা টহল বাড়ানো হয়েছে এবং বাসিন্দা ও যানবাহনের চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
জেইতা শহরে ইব্রাহিম আবু আল-ইজ পরিবারের বাড়ি ঘিরে ফেলে ইসরায়েলি সেনারা। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে ঘর থেকে বের করে দিয়ে ওই বাড়িকে সামরিক পোস্টে রূপান্তর করে এবং ছাদে ইসরায়েলি পতাকা উত্তোলন করে।
এছাড়া আনাবতা ও বালআ শহরেও সাঁজোয়া গাড়ি নিয়ে প্রবেশ করে সেনারা, যা জনমনে আতঙ্ক ছড়ায়। এসব অভিযানে শহরের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে তুলকারেম ও এর শরণার্থী ক্যাম্পে ধারাবাহিকভাবে ইসরায়েলি সেনা অভিযানের ঘটনা ঘটছে। এসব অভিযানে বহু বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
মানবাধিকার সংস্থাগুলো এসব অভিযানকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত, এবং নতুন করে সহিংসতার আশঙ্কা বাড়ছে।
শেখ ফরিদ