ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

এখন সৌদি নারীরা গাড়ি চালাতে পারে এবং একা ভ্রমণ করতে পারে

প্রকাশিত: ১৬:০০, ২৩ মে ২০২৫

এখন সৌদি নারীরা গাড়ি চালাতে পারে এবং একা ভ্রমণ করতে পারে

ছবি: সংগৃহীত

টোকিওর গভর্নর ইউরিকো কোইকে শুক্রবার বলেছেন, সৌদি আরবে নারীদের অগ্রগতিতে পূর্ববর্তী সফরের তুলনায় “গুরুত্বপূর্ণ পরিবর্তন” এসেছে।

রিয়াদে অনুষ্ঠিত ফর্চুন ম্যাগাজিনের 'মোস্ট পাওয়ারফুল উইমেন ইন্টারন্যাশনাল সামিট'-এ বক্তৃতা দিতে গিয়ে কোইকে বলেন, “লিঙ্গ যা-ই হোক না কেন, সৌদি ভিশন ২০৩০ দেশকে রূপান্তর করেছে এবং সকলের জন্য – পুরুষ, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য – এটি একটি স্বস্তিকর জায়গায় পরিণত হয়েছে।”

তিনি আরও জানান, রিয়াদে এটি তার চতুর্থ সফর এবং তিনি এই বিষয়টির প্রশংসা করেন যে, এখন সৌদি নারীরা গাড়ি চালাতে পারে এবং একা ভ্রমণ করতে পারে।

টোকিওর প্রথম নির্বাচিত গভর্নর হিসেবে ইউরিকো কোইকে তিনবার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ফর্চুন প্যানেলে তিনি বলেন, তার প্রধান লক্ষ্য হচ্ছে “নারীদের স্বপ্ন বাস্তবায়ন করা।”

তিনি আরও বলেন, টিউশন ফি ও স্কুলে খাবার সরবরাহসহ সম্পূর্ণ বিনামূল্যে শিশু যত্ন প্রদান তার কর্মসূচির শীর্ষে রয়েছে।

টোকিও কেন্দ্রীক তার মনোযোগ থাকলেও, কোইকে বলেন, নারীদের অগ্রগতির এজেন্ডা ছোট গ্রাম থেকে বড় শহর – সব ধরনের কমিউনিটির জন্যই প্রযোজ্য।

 

সূত্র: https://www.arabnews.com/node/2601847/saudi-arabia

এএইচএ

×