
ছবি আলজাজিরা
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর টানা হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মধ্যরাত থেকে স্থানীয় সময় সকাল পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্যালেস্টাইনি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন আরও অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, বাজার ও অন্যান্য বেসামরিক স্থাপনাও।
স্থানীয় সময় রাত ১২টা থেকে শুরু হওয়া এই টানা বোমাবর্ষণের মধ্যে গাজার দক্ষিণ, মধ্য ও উত্তর অংশে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে কাজ করছে স্থানীয় উদ্ধারকর্মীরা, তবে টানা অবরোধ ও জ্বালানি সংকটের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনীর এই অভিযানকে ‘নির্মম ও অমানবিক’ বলে বর্ণনা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যুদ্ধ পরিস্থিতির নামে সাধারণ মানুষের ওপর যে ধরনের আঘাত হানা হচ্ছে, তা মানবাধিকার লঙ্ঘনের শামিল।
গাজায় এই হামলা চলতে থাকলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে বিভিন্ন পক্ষ থেকে।
এসএফ