
নিহত সৌদি প্রবাসী।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোহাম্মদ ইয়াকুব (৪৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ ইয়াকুব সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর কাঞ্চনা নয়াপাড়ার হাবিবুর রহমানের ছেলে। নিহত ইয়াকুব তিন সন্তানের জনক। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
ইয়াকুবের বড় ভাই ডা. আবু ইউছুফ ইকবাল বলেন, ‘আমার ভাই পরিবারের হাল ধরতে ২০১৯ সালে ড্রাইভিং ভিসায় সৌদি আরবে পাড়ি জমান। করোনা মহামারি পরিস্থিতি এবং তার মালিকের অন্য ড্রাইভার দেশের বাড়িতে থাকার কারণে চার বছরের মধ্যে বাড়িতে আসতে পারেনি সে। শেষমেস আমার ভাই লাশ হয়ে বাড়ি ফিরছেন।’
তিনি বলেন, ‘শনিবার দুপুর আনুমানিক আড়াইটার সময় ইয়াকুব দুর্ঘটনায় গুরুতর আহত হয়, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আমরা বাংলাদেশ সময় রাত ১০ টার সময় তার মৃত্যুর খবর পেয়েছি। আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
এম হাসান