ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি শাহিন

প্রকাশিত: ২০:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৩

লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি শাহিন

মোহাম্মদ শাহিন। ছবি: সংগৃহীত।

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী তরুণ মোহাম্মদ শাহিন সংযুক্ত আরব আমিরাতে মাহজুজ লটারিতে বিজীয় নির্বাচিত হয়েছেন।

গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়,  লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম পেয়েছেন শাহিন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা।

লটারি জয়ী ৩১ বছর বয়সী শাহিন দাম্মামের একটি বেসরকারি ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করেন। লটারিতে জয়ী হওয়ার মুহূর্ত চমক হিসেবে এসেছিল শাহিনের কাছে।

শাহিন মাহজুজ থেকে ই-মেইল পেয়েছিলেন। যেখানে তাকে সাপ্তাহিক লটারির পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তার র‌্যাফেল আইডি নম্বর ৩৮২২৫৮১৯। বিজ্ঞপ্তি দেখামাত্রই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মাহজুজ অ্যাকাউন্টে লগইন করেন তিনি। পরে সেখানে ১০ লাখ আমিরাতি দিরহাম পুরস্কার দেখতে পান। 

বাংলাদেশি শাহিন বলেন, আমি হতবাক এবং বাকরুদ্ধ হয়েছিলাম যখন দেখি যে লটারিতে আমি পুরস্কার পেয়েছি। মাহজুজ অ্যাকাউন্টে টাকা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। লগইনের পর আমি আমার অ্যাকাউন্টে প্রথম এত শূন্য দেখতে পাই। এতবড় অঙ্কের পাওয়া আমাকে অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ করে তোলে।
 

এমএম

আরো পড়ুন  

×